বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী দুই ট্রলারের সংর্ঘষে আ. মান্নান বেপারী (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ওই বীর মুক্তিযোদ্ধার বাড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে। তিনি সপরিবারে পাশের গরদ্বার গ্রামে বসবাস করতেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সাবেক বিডিআর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান বেপারী উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড় থেকে ছোট ট্রলারে পূর্বপাড়ে বন্দর বাজারে যাচ্ছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা লাইনের যাত্রীবাহী বড় ট্রলারের সঙ্গে তার ট্রলারের সংর্ঘষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আরো কয়েকজন যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত ও আহতরা সবাই ছোট ট্রলারের যাত্রী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, ‘ট্রলার দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:১৩ অপরাহ্ণ