পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে বঙ্গোপসাগর থেকে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ গিনি অ্যাঞ্জেল ফিশ বা আফ্রিকান অ্যাঞ্জেল ফিশ (Holacanthus africanus)। রঙিন এই মাছ সচরাচর উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীর এলাকায় পাওয়া যায়।
সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় জেলে আবদুল জলিল মাঝির ট্রলারে মাছটি ধরা পড়ে। সকালে আলীপুর মৎস্য বন্দরে আনা হলে তা দেখতে ভিড় জমে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাছটি দেখতে অবিকল অ্যাকুরিয়ামের মাছের মতো। প্রায় ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের মাছটির গায়ে গাঢ় সোনালি রঙের ওপর হলুদ ডোরা দাগ রয়েছে। মুখে সোনালি-হলুদ রঙের বিশেষ প্যাটার্ন দেখা যায়।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী জামাল বলেন, এ ধরনের মাছ জীবনে দেখিনি। মনে হয়েছে যেন অ্যাকুরিয়ামের মাছ। ব্যবসায়ী সেলিম জানান, মাছটি প্রথমে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তবে খাওয়া যায় কি-না জানি না।
মৎস্য ব্যবসায়ী কামাল বেপারি বলেন, এ জাতীয় মাছ সাধারণত প্রবাল প্রধান লবণাক্ত সাগরে থাকে। বঙ্গোপসাগরে সচরাচর ধরা পড়ে না, কারণ এখানে প্রবাল প্রাচীর নেই। তবে জলবায়ু পরিবর্তন ও সাগরের স্রোতের কারণে নতুন এলাকায় এ ধরনের মাছ আসতে পারে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গিনি অ্যাঞ্জেল ফিশ গভীর সমুদ্রের বিরল প্রজাতি। সচরাচর উপকূলে পাওয়া যায় না। তবে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা থাকায় জেলেদের জন্য এটি সুখবর।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, গিনি অ্যাঞ্জেল ফিশ মূলত আফ্রিকার পশ্চিম উপকূলীয় অঞ্চলের মাছ। জলবায়ু পরিবর্তন, সাগরের উষ্ণতা বৃদ্ধি ও স্রোতের তারতম্যের কারণে এ মাছ নতুন এলাকায় আসছে। বঙ্গোপসাগরে এ প্রজাতি ধরা পড়া সামুদ্রিক জীব বৈচিত্র্যের নতুন ইঙ্গিত।

কুয়াকাটা প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:০২ অপরাহ্ণ