বাকেরগঞ্জে মরদেহ দাফন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

বাকেরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:০১ অপরাহ্ণ

বরিশালের বাকেরগঞ্জে মরদেহ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- ইউনিয়নের ওই ওয়ার্ডের বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও চান্দু সিকদারের ছেলে ফিরোজ সিকদার (২০)।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বার্ধক্যজনিত কারণে ওই এলাকার এক বৃদ্ধ আনিচ হাওলাদার (৭০) মারা যান। আছরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফনের জন্য নেওয়া হয়।

পরে মরদেহ কবরে নামানোর সময় পাশে থাকা বৈদ্যুতিক ক্যাবল স্টিলের তৈরি খাটিয়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন চারজন। তাদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুজন মারা যান।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন