বাড়ি ফেরার পথে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:১৩ অপরাহ্ণ

বরিশাল জেলার উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান খানকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক কাউন্সিলর চান মিয়া হাওলাদার এবং তার আপন ভাই লাল মিয়া হাওলাদার এ হামালা চালিয়েছেন বলে অভিযোগ করেন আহত নুরুজ্জামান।

হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় আহত নুরুজ্জামান খান বাদী হয়ে অভিযুক্ত চান মিয়া হাওলাদার ও লাল মিয়া হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আহত নুরুজ্জামান জানান, গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান খান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে বাড়ি ফিরছিলেন। এসময় উজিরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. চান মিয়া হাওলাদার ও তার আপন ভাই লাল মিয়া হাওলাদার মিলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালান।

জানা যায়, নুরুজ্জামানকে ছুরিকাঘাত করে এবং পিটিয়ে গুরুতর আহত করেছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উজিরপুর মডেল থানার ওসি বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন