গণঅধিকারের নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ । ৮:০৩ অপরাহ্ণ

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শনিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল জেলা ও মহানগর গণঅধিকার পরিষদ এবং এনসিপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এরপর নেতা-কর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তারা জাতীয় পার্টি ও যৌথ বাহিনীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেন।

এ সময় বক্তব্য দেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের প্রধান সমন্বয়ক আবু সাইদ মুসা, যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি ও সাইফুল ইসলাম মুন্সি, সদস্য নাজমুল হাসান ও আসিফ। অপর দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়েও নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন