সেজো ভাইয়ের চোখ উৎপাটনের ঘটনায় ছোট ভাই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ । ৭:৪৮ অপরাহ্ণ

সম্পদের ভাগবাটোয়ারা নিয়ে বাবার সামনে সেজো ভাইয়ের চোখ উৎপাটনের ঘটনায় ছোট ভাই স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বরিশালের উজিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম। তিনি বলেন, অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ঘটনার ভিকটিম রিপন ব্যাপারীর ছোট ভাই। বাকি আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চোখ হারানো রিপন ব্যাপারী বর্তমানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন আছেন। চোখ উৎপাটনের ব্যাপারে মুলাদী থানা পুলিশ মামলা না নিলেও ২৫ আগস্ট রিপনের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে স্বপন ব্যাপারী, রোকন ব্যাপারী, আর্শেদ ব্যাপারীসহ ৮ জনকে আসামি করে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বলে জানান আদালতের সরকারি কৌঁসুলি নাজিম উদ্দিন পান্না।

ভুক্তভোগীর ছেলে শাহিন ব্যাপারী বলেন, বাড়ির জমির মীমাংসা এবং গচ্ছিত টাকা-স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় শুক্রবার রাতে আমার বাবাকে ধরে নিয়ে আমার দাদা আর্শেদ ব্যাপারীর সামনেই চোখ তুলে তার হাতে চোখ দেন।

তিনি বলেন, আমার বাবার সঙ্গে যে নির্মম নির্যাতন হয়েছে তা ভিডিওতে দেখা গেছে। ভিডিওতে বাবার বুকে চেপে যাকে আঙুল দিয়ে বাম চোখ উৎপাটন করতে দেখা গেছে তিনি রোকন ব্যাপারী। বাবার পা চেপে ধরা ব্যক্তি স্বপন ব্যাপারী। যার হাতে উৎপাটিত একটি চোখ ছিল তিনি রোকন ব্যাপারীর স্ত্রী নুরুন্নাহার বেগম এবং তার মেয়ে সুবর্ণা আক্তার মারধর করছিলেন। ঘটনার পর আমরা খুব আতঙ্কে আছি। এলাকায় যেতে পারছি না।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন