বরগুনার পাথরঘাটা উপজেলায় বিদ্যুৎ সংকট এখন নিত্যদিনের সঙ্গী। আকাশে বিদ্যুৎ চমকানো বা সামান্য ঝড়ো হাওয়ায়ই বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন ১৩০০ কিলোমিটার লাইনের ৬০ হাজার গ্রাহকের প্রায় ৩ লাখ মানুষ। নিকটতম গ্রিড ব্যবস্থা ৬৬ কিলোমিটার দূরে ভান্ডারিয়ায় অবস্থিত হওয়ায় বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, যা স্থানীয় জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে।
বিদ্যুৎ সমস্যার জেরে স্কুল-কলেজ, হাসপাতাল, বাজার ও বিশেষ করে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ বিভ্রাটে আইস প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ায় মাছ সংরক্ষণের জন্য বরফ তৈরি করা যাচ্ছে না, ফলে মাছ নষ্ট হয়ে জেলে ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এছাড়া ফ্রিজে রাখা পণ্য নষ্ট হওয়ায় ব্যবসায়ীরা লোকসান গুনছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার বলেন, “বিদ্যুৎ না থাকায় হাসপাতালে রোগীদের যথাযথ সেবা দেওয়া যাচ্ছে না। পরীক্ষার রিপোর্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এমনকি ফ্রিজে রাখা ভ্যাকসিনও নষ্ট হচ্ছে।”
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির পাথরঘাটা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফ শাহরিয়ার ফাহাদ জানান, “৬৬ কিলোমিটার দীর্ঘ লাইনের যেকোনো স্থানে সমস্যা হলেই পাথরঘাটার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সমস্যা খুঁজে বের করতে সময় লাগে। তবে বরগুনায় নতুন গ্রিড সংযোগের অনুমোদন পাওয়া গেছে, যা চালু হলে সমস্যার সমাধান হবে। এটি চালু হতে প্রায় এক বছর সময় লাগবে।”
স্থানীয়রা দ্রুত পাথরঘাটায় একটি পূর্ণাঙ্গ গ্রিড স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার পাশাপাশি মৎস্য খাতসহ অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত থাকে।

পাথরঘাটা প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ । ৭:২৯ অপরাহ্ণ