কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মরদেহ

কুয়াকাটা প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ । ৭:০৯ অপরাহ্ণ

পটুয়াখালীর কুয়াকাটায় মাত্র ২ দিনের ব্যবধানে আবারো সমুদ্রে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে ধুলাস্বার নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি।

কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে ৮ কিলোমিটার পূর্ব দিকে ধুলাস্বার নামক এলাকার ১ নং ওয়ার্ড সংলগ্ন সমুদ্রে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি ডুবে যাওয়া ট্রলারের কোনো জেলের লাশ হবে বলেও জানান এসআই মনিরুজ্জামান।

এর আগে ২৩ আগস্ট সকাল ১০ টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে গঙ্গামতি নামক স্থান থেকে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন