বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ । ৮:৪৩ অপরাহ্ণ

বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) বিকেলে তাকে পৌরসভার ১ নং ওয়ার্ডের নিজ বাসভবন থেকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বাকেরগঞ্জে একক আধিপত্যে থাকা পতিত আওয়ামিলীগ সরকারের দোসর লোকমান হোসেন ডাকুয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিল, তার বিরূদ্ধে হত্যা সহ মোট ৫ টি মামলা রয়েছে।

এর মধ্যে চারটি মামলায় জামিনে থাকলেও নিয়ামতি ইউনিয়নের ১ টি বিস্ফোরক মামলায় সে পলাতক ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, একটি বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া দীর্ঘদিন যাবত পলাতক ছিল, আজ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন