বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমেদের নেতৃত্বে মাধবপাশা ইউনিয়নের রবীন্দ্রনগর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে মালিকানাধীন বিশাল জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোওয়ার সরদার, আনোয়ার সরদার ও কালু সরদারের যৌথ কৃষি জমি জোরপূর্বক দখল করে দীর্ঘদিন ধরে মো. মনির সরদার, সাকিব হাওলাদার, মুজাহার সরদার, আনোয়ার সরদার ও আলম সরদার বালু ও মাটি উত্তোলনের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। এর ফলে পাশের জমিগুলো ধসে পড়ছে এবং চাষাবাদে অযোগ্য হয়ে যাচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত এক দিনে উপজেলা প্রশাসন ও বিমানবন্দর থানার যৌথ অভিযানে মোট ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান। তবে কাউকে আটক করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অনুমতি ছাড়া কৃষি জমি বা নদী-জলাশয় থেকে মাটি-বালু উত্তোলন আইনগত অপরাধ। এই ধরনের অভিযান চলমান থাকবে এবং জনমাল ও পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি, ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

বাবুগঞ্জ প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ । ৭:২৭ অপরাহ্ণ