পিরোজপুরে হারানো মোবাইল ফোন ও হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন জেলা পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
পুলিশ সুপার জানান, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার সাধারণ ডায়েরি অনুযায়ী ২০টি মোবাইল ফোন এবং ৫টি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার করা হয়েছে এবং তা মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত মোবাইলগুলো জেলার বিভিন্ন থানায় এভাবে বিতরণ করা হয়েছে— পিরোজপুর সদর থানায় ৩টি, ইন্দুরকানি থানায় ৫টি, মঠবাড়িয়া থানায় ৩টি, নাজিরপুর থানায় ৬টি এবং ভান্ডারিয়া থানায় ৩টি।
পুলিশ সুপার আরও জানান, অতি অল্প সময়ের মধ্যে এই উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং জেলা পুলিশের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ । ৭:২৪ অপরাহ্ণ