বরিশালে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার ॥
প্রকাশের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ । ৮:৪৫ অপরাহ্ণ

বরিশাল নগরীতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা মো: শাহিন হাওলাদার(৪২)কে আটক করেছে বিএমপি’র গোয়েন্দা পুলিশ। গত ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় ২৬নং ওয়ার্ডস্থ কালিজিরা বাজার সালাউদ্দিন ইলেক্ট্রনিক্স নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহিন নগরীর ১৪ নং ওয়ার্ডের রিফিউজী কলোনীর বাসিন্দা।

বিএমপি সূত্রে জানা গেছে, বিএমপির গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মো: ফখর উদ্দীনের নেতৃত্বে বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন বিসিসি ২৬নং ওয়ার্ডস্থ কালিজিরা বাজার সালাউদ্দিন ইলেক্ট্রনিক্স নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

এ সময় মো: শাহিন হাওলাদার(৪২) এর দেহ তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন