বিশেষ অভিযানে বরিশাল থেকে জুলাই গণহত্যা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর এবার তার বিরুদ্ধে মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর সায়েম। একটি ভিডিও বার্তায় তিনি আফ্রিদিকে নিয়ে আড়াই বছর আগের ঘটনা ফাঁস করেছেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে কনটেন্ট ক্রিয়েটর সায়েম তার পেজে ১২ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। ওই ভিডিওতে তিনি বলেন,
আজ থেকে আড়াই বছর আগে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটি ভিডিও বানাই। ওই ভিডিওতে আমি কিছু সত্য তুলে ধরি। কিন্তু তা দেখে তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারেননি। তাদের টিম থেকে আমাকে কল করা হয়।
সায়েম আরও বলেন,
ওই ভিডিও তৈরির কারণে যদি ভুল হয়ে থাকে সেজন্য আমি তাকে বলেছিলাম ভাই ভুল হলে আমি ভিডিওটি ডিলেট করে দেব। কিন্তু তারা ভিডিও ডিলেট না করার কথা বলে। আমাকে জানায়, যেহেতু আমি ভিডিওটি বানিয়ে ফেলেছি তাই ডিবি অফিসে এসে মুচলেকা দিয়ে লিখিত কাগজ জমা দিতে। যেখানে লেখা থাকবে কখনও এ রকম ভিডিও আমি বানাবো না।
এ কনটেন্ট ক্রিয়েটর বলেন,
আমি ভাবলাম যেহেতু ডিবি অফিস বলা হয়েছে, পুলিশ সংযুক্ত রয়েছে সমস্যা হবে না। পরিচিতি অনেককে জিজ্ঞাসা করি, ভাই উনিতো আমাকে ডেকেছে কী করবো, সবাই ভরসা দেয়। আমি যখন ডিবি অফিসে যাই, তখন যাওয়ার সাথে সাথেই এক পুলিশ অফিসার আমার হাত পেছনে নিয়ে হেন কাপ পড়ায়। এরপর আমাকে জিজ্ঞাসা করা হয়, কেন ওকে নিয়ে এমন ভিডিও বানালাম। আমি বিশ্লেষণ করতে মাত্র শুরু করেছি, সাথে সাথে আমাকে এলোপাতাড়ি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এক একটি স্থানে ১০ থেকে ২০টি বাড়ি মারেন। আমাকে গুমও করতে চেয়েছিল সে পুলিশ অফিসার।
এরপর সায়েম বলেন,
এত বেশি আমাকে আঘাত করাটা তৌহিদ আফ্রিদি চাননি, কিন্তু পুলিশ অফিসাররা চেয়েছিল। কীভাবে মানুষ টাকার জন্য পশু হয়ে ওঠে দেখেছিলাম। মার কমানোর জন্য আমার কাছে ১০ থেকে ২০ হাজার টাকা চায় তারা। দেয়ার সামর্থ্য নেই বলাতে ‘ফকিন্নির বাচ্চা’ বলে নাকে, চোখের সামনে পিস্তল দিয়ে সজোরে আঘাত করে। এখনও আমার নাক দিয়ে মাঝে মাঝে রক্ত ঝরে। এ অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম।
সবশেষে সায়েম বলেন,
তারপরও আজ যখন দেখি, তৌহিদ আফ্রিদি জেলে, তখন আমি চাই না তার কোনো ক্ষতি হোক। কারণ ওই ঘটনার পর সে আমার কোনো ক্ষতি করেনি, বরং আমাকে সাহায্য করেছে। আমি যা বুঝি তা হলো, দেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আফ্রিদির ক্ষমতা কখনও কমবে না। ওর ক্ষমতা আগের মতোই থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ । ৮:০৫ অপরাহ্ণ