অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার বেলা ১২টা ৪৫ মিনিট থেকে প্রায় আধাঘন্টা এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
অবরোধকালীন মহাসড়কে অবস্থানরত শিক্ষার্থীরা ভিসি গেলো ভিসি এলো; উন্নয়নের কি হলো, এই মুহুর্তে দরকার; ববি সংস্কার, ওয়ান টু থ্রী ফোর; ইনজাস্টিস নো মোর, ইউজিসি তুই জবাব দে; উন্নয়নে বাধা কোথায়, ইন্টারিম তুই জবাব দে; উন্নয়নে বাধা কোথায় অন্যান্য স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছর পেরোলেও সেই প্রতিষ্ঠার সময় নামমাত্র অবকাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু করার পর থেকে আর কোনো উন্নয়ন হয় নি।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ক্লাস রুম সংকট, আবাসন সংকট, লক্কর-ঝক্কর পরিবহন ব্যবস্থা, ক্যাম্পাসের সংকীর্ণ আয়তন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহতসহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।
শিক্ষার্থীরা বলছেন, এবার ববির এই সংকট মোকাবেলায় অবকাঠামোগত উন্নয়নসহ আমাদের উত্থাপিত তিন দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
বাংলা বিভাগের শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, “প্রাপ্য অধিকার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সবসময় বঞ্চিত। এই আন্দোলন আমরা বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে এতদিন রেখেছিলাম, কিন্তু বাংলাদেশের কালচার এমন যেখানে নমনীয়ভাবে আন্দোলন করলে কোনো কিছু আদায় করা সম্ভব হয় না, তাই এ আন্দোলন আমরা রাজপথে নিয়ে এসেছি। সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করার ইচ্ছা আমাদের মধ্যে নেই। আমরা রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা দ্রুত এ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও জমি অধিগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে।”
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য বাজেট পেয়েছে। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদ আমলের মত এখনো অবহেলিত। তাই আমরা রাজপথ বেছে নিয়েছি। রাজপথে দাবি আদায় মাধ্যমে আমর ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ।”
এদিকে অবরোধের কারনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দীর্ঘ যানজট দেখা যায়। পায়ে হেটেই নিজ নিজ গন্তব্যের দিকে রওনা দিতে দেখা যায় যাত্রীদের। প্রায় একঘন্টা অবরোধ শেষে শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যোগাযোগ না করা হয়, আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা দক্ষিণবঙ্গ ব্লকেডসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

ববি প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ । ৬:৫১ অপরাহ্ণ