বরিশালে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ । ৮:০৭ অপরাহ্ণ

বরিশাল মহানগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল (৪০) নিহত হয়েছেন। তিনি নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার ভাড়াটিয়া ও ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা প্রকাশ চন্দ্র শীলের ছেলে।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার। তিনি জানান, কাঠ বোঝাই একটি ট্রাক বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। নথুল্লাবাদ এলাকার আল্লাহর দান হোটেলের সামনে থেকে ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করার সময় অরুণ চন্দ্র শীল ধাক্কা খেয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন