ভাত ও ভোটের অধিকার ফেরাতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছিলাম : নুর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ । ৭:৪৪ অপরাহ্ণ

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে আমরা ফ্যাসিস্টবিরোধী আন্দোলন করেছিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন ভালো মানুষকে আপনারা ভোট দিয়ে জয়ী করবেন, যে জনপ্রতিনিধি জনগণের অধিকারের কথা বলবে।’

শুক্রবার (২২ আগস্ট) গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এসব কথা বলেন। যশোরের এক সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় এ পথসভায় অংশ নেন গণ অধিকার পরিষদের নেতারা।

গোপালগঞ্জবাসীর উদ্দেশ্যে নুর বলেন, ‘এখানকার সব মানুষই খারাপ নয়, এখানে ভালো মানুষও রয়েছে। তবে যারা মানবতাবিরোধী কাজে লিপ্ত ছিলে তাদের ক্ষমা করা যাবে না।’ তাদের বিচারের আওতায় আনার দাবি জানান নুরুল হক নুর।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যাতে আগামীতে কেউ নিজেদের পেটোয়া বাহিনীতে পরিণত করতে না পারে তার জন্য রাষ্ট্র সংস্কারের পাশাপাশি এই বাহিনীকে জনবান্ধব বাহিনীতে পরিণত করার আহ্বান জানান তিনি।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, ‘শেখ হাসিনা ১৬ বছর গণতন্ত্রকে হত্যা করেছে। তিনি দুঃশাসন প্রতিষ্ঠা করে ক্ষমতায় টিকে ছিলেন।’

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন