বরিশালের বাকেরগঞ্জে তিনটি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের কারণে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার কালিগঞ্জ সড়কের জাহানারা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে ১ লাখ টাকা, গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে ৫০ হাজার টাকা এবং ডিজিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার জানান, অভিযানে দেখা গেছে, এসব ক্লিনিকে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স বা পর্যাপ্ত জনবল নেই। অর্থ উপার্জনের উদ্দেশ্যে সেবার মান বজায় না রেখে এসব ক্লিনিক পরিচালিত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সঠিক নিয়মে ক্লিনিক পরিচালনা না করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম, স্যানিটারি ইন্সপেক্টর হালিমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বাকেরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ । ৭:১৭ অপরাহ্ণ