শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, হয়রানি ও ভোগান্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল থেকে মিছিলটি শুরু হয়।
আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের ওপর হামলা, মিথ্যা মামলা ও গ্রেফতারের মাধ্যমে হয়রানির প্রতিবাদে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।”
তিনি অভিযোগ করেন, গতকাল বুধবার রাতে থানায় এজাহার দায়ের করলেও কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার টাউন হলে এসে শেষ হয়।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ । ৭:১৩ অপরাহ্ণ