বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে কথা বলা দলগুলোই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে, যা একটি সাংঘর্ষিক অবস্থান। তিনি প্রশ্ন তুলে বলেন, “পিআর পদ্ধতি হলে প্রার্থী ঘোষণার প্রয়োজনই থাকে না।”
বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আলাল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যারা বাধা দেওয়ার কথা বলছেন, তারা বয়স, আবেগ ও অপরিপক্কতার কারণে এমন মন্তব্য করছেন।
তিনি সমালোচনা করে বলেন, “দেশের মানুষ পান্তাভাত পানি দিয়ে খাচ্ছে, অথচ উপদেষ্টারা রাতবিরাতে হাসের মাংস খুঁজছেন। এসব কথার গুরুত্ব কতটা তা আমাদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত।” তিনি মনে করেন, এসব কথার উদ্দেশ্য কেবল পরিস্থিতি জিইয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিল করা।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তরুণরাই নেতৃত্বে আসবে। তাই তাদের অভিজ্ঞ ও সৎ দেশপ্রেমিকদের কাছ থেকে শিখে সংযত আচরণ করা উচিত, যা গণতন্ত্রের বিকাশে সহায়ক হবে। তিনি জোর দিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত। একটি জবাবদিহিমূলক সরকার ছাড়া দেশে বিনিয়োগ হচ্ছে না। জবাবদিহিমূলক সরকার এলে অর্থনীতি সমৃদ্ধ হবে।
ব্যাংক খাতের ধ্বংসের কথা উল্লেখ করে তিনি বলেন, এ খাত পুনর্বাসনের জন্যও দায়বদ্ধ সরকার প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে আলাল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে একটি স্পর্শকাতর মামলার শুনানি অ্যাপিলেট ডিভিশনে চলছে। রায়ে খালাস পেলে তিনি সব মামলা থেকে মুক্তি পাবেন এবং তারপরই দেশে ফিরবেন বলে ধারণা। মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ । ৭:০৪ অপরাহ্ণ