বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মোরশেদ (২০) নামের এক জেলে। বর্তমানে তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বুধবার (২০ আগস্ট) সকালে বঙ্গোপসাগরের পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় উত্তাল সাগরের বুকে ভাসতে দেখে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান মোরশেদকে উদ্ধার করেন।
পরে তাকে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন মাঝি সোবহান। স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে মাছ ধরার উদ্দেশ্যে ১৯ জন জেলে ট্রলার নিয়ে সাগরে যান। ওই ট্রলারে ছিলেন মোরশেদ। হঠাৎ ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়ে ১৯ জন জেলেসহ সাগরে নিখোঁজ হন।
এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ বলেন, আজ সকাল ৯ টার দিকে সমুদ্রের ফিশিং করা একটি ট্রলার থেকে জেলে মোরশেদকে আমাদের কাছে হস্তান্তর করে। তাকে জিজ্ঞেস করলে ৫ দিন আগে ১৯ জন জেলেসহ তাদের ট্রলারটি সমুদ্রে নিমজ্জিত হয়েছেন এবং তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে বলে জানান। পরে তিনি অজ্ঞান হয়ে যাওয়ায় আর কিছু জানা সম্ভব হয়নি।
কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুপ্রি দাশ বলেন, দুপুর দেড়টার দিকে অজ্ঞান অবস্থায় এক জেলেকে হাসপাতালে নিয়ে আসে।
প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘উদ্ধারের পরপরই আমরা জেলে মোরশেদকে কুয়াকাটা হাসপাতালে পাঠাই। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ । ৭:১২ অপরাহ্ণ