শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্ময়ক হোসাইন আল সুহানসহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে এবং নারী আন্দোলনকারীদের হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধার পর পরই আন্দোলনরত ছাত্র-জনতা বরিশাল কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে। এসময় থানার প্রধান গেট আটকে দেওয়ায় থানার মধ্যে ও বাহিরে ছাত্র-জনতা আটকে পরেছেন।
খবর পেয়ে থানার সামনে মিডিয়া কর্মীরা পৌঁছলে তাদেরকেও থানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়নি। থানার মধ্যে থাকা স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের প্রধান সমন্ময়কারী মহিউদ্দীন রনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুহানকে গ্রেপ্তারের বিষয়টি জানতে চাইলে তাকে ডেভিলে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের কর্মকর্তারা জানালেও কোন মামলা করেছে তার কোন সদূত্তর দিতে পারেনি পুলিশ।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে সাতটার সময়ও থানা কম্পাউন্ডের সামনে মহিউদ্দীন রনিসহ আন্দোলনরত ছাত্র-জনতা অবস্থান ধর্মঘট পালন করছেন। আর থানার বাহিরে অসংখ্য ছাত্র-জনতা অপেক্ষমান রয়েছে। পাশাপাশি থানার গেটের বাহিরে অপেক্ষমান সংবাদকর্মীদের প্রবেশে বাঁধা প্রদান করে গেট আটকে রেখেছে থানা পুলিশ।
এ ব্যাপারে পুলিশের কোন কর্মকর্তা এখনও মিডিয়ার সাথে কথা বলেননি। বিষয়টি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তারা।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ । ৯:১৭ অপরাহ্ণ