দশমিনায় বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

দশমিনা প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ । ৭:৩৫ অপরাহ্ণ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. রাজিব (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিব সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ির মাহাবুব সরদারের ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে রাজিব মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে বাঁশবাড়িয়া ইউনিয়নের ভুতুমচরের দিকে যাচ্ছিলেন।

কেজীরহাট এলাকায় এক অজ্ঞাত বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন