বরগুনায় কিশোর গ্যাংয়ের বিচারের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ । ৭:৫৫ অপরাহ্ণ

বরগুনায় কিশোর গ্যাংদের হামলার শিকার স্কুলছাত্র বায়জিদের পাশে দাঁড়িয়ে বিচার দাবি জানিয়েছেন গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণ।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের প্রধান সড়কে কয়েক হাজার শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন ঘণ্টাব্যাপী চলে।

জানা যায়, গত ১২ আগস্ট বরগুনার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বায়জিদ (১৪) স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে ধুপতি এলাকায় কিশোরগ্যাংদের ৯-১০ সদস্যের হামলার শিকার হন।

হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে সেই ভিডিও ফেসবুকে ভাইরাল করে। এতে বায়জিদ গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বরগুনা সদর থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “কিশোরগ্যাংদের উৎপাত বেড়েই চলেছে। তাদের ভয়ে আমরা স্কুলে আসতে চাই না। এসব কিশোরদের আইনের আওতায় এনে যথাযথ বিচার করা হোক, যাতে ভবিষ্যতে তারা বড় ধরনের অপকর্মে লিপ্ত না হয়। যতক্ষণ পর্যন্ত তারা আটক হবে না, আমরা স্কুলে ফিরব না।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মন্টু, প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ কয়েক হাজার শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন