বোরহানউদ্দিনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জরিমানা

বোরহানউদ্দিন প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ । ৮:২০ অপরাহ্ণ

ভোলার বোরহানউদ্দিন পৌর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও পুলিশ। রোববার সকালে উপজেলা ভূমি সহকারী কমিশনার ও পৌর প্রশাসক মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযানে তিনজনকে ১২ হাজার টাকা জরিমানা এবং ৮-১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

মো. মেহেদী হাসান জানান, পৌরসভার ইজারা ছাড়া অটো-সিএনজির সিরিয়াল রক্ষণাবেক্ষণের নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে সরেজমিন তদন্ত করা হয়। এ সময় চালকদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়। এছাড়া, বাজার এলাকায় যানজট নিরসনে যত্রতত্র পার্কিং, ভ্রাম্যমাণ দোকান এবং ফুটপাত ও রাস্তা দখল প্রতিরোধে সবাইকে সতর্ক করা হয়। পাশাপাশি, হাসপাতালের সামনে ডায়াগনস্টিক সেন্টার ও দালালি প্রতিরোধে অভিযান চালানো হয়।

অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজন আইনভঙ্গকারীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, ট্রাফিক সার্জেন্ট কর্তৃক পৃথকভাবে গাড়ির জরিমানা ও ৮-১০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কে এম রেজওয়ানুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন কন্টিনজেন্ট, ট্রাফিক সার্জেন্ট এবং বোরহানউদ্দিন থানা পুলিশ।

মেহেদী হাসান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন