সাবেক এমপি ডাক্তার রুস্তম আলী ফরাজির বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ৮:১৪ অপরাহ্ণ

সাবেক এমপি ডাঃ রুস্তম আলী ফরাজীর ইসলামী আন্দোলন বাংলাদেশ এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় আজ ১৬ই আগস্ট শনিবার দুপুর ২ টায় তিনি প্রায় হাজারখানেক দলীয় কর্মী সমর্থক নিয়ে চরমোনাইতে এসে দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র হাতে হাতপাখা উপহার দেন।

এসময় রুস্তম আলী ফরাজীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মঠবাড়ীয়া আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করে ডাঃ রুস্তম আলী ফরাজীর হাতে প্রতীক হিসেবে একটি হাতপাখা তুলে দেন পীর সাহেব চরমোনাই।

যদিও তিনি এর আগে বিভিন্ন দল থেকে একাধিক বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে ছিলেন। এখন শেষ বয়সে নিজের দলে ফিরে এসে সবার নিকট ওয়াদা করেছেন আর কখনো আগের মতো হবেন না। জীবন সায়াহ্নে আর ভুল করবেন না। হাতপাখাই তাঁর সুখ-দুঃখের অবলম্বন।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন