বিউটি পার্লারে চাকুরি দেয়ার প্রলোভনে বাসায় আটকে জিম্মি করে এক গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য করার দায়ে দম্পত্তিসহ তিনজনকে দুই ধারায় ৮ বছরে কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও প্রত্যেককে দুই ধারায় ৭০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। মঙ্গলবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন।
দন্ডিতরা হলো- পটুয়াখালী পৌরসভার টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা দিনেশ চন্দ্র দাসের ছেলে মোহাম্মদ আলী রানা (৩৫), তার স্ত্রী শাহানারা বেগম জেসমিন (৪০) ও পিরোজপুরের টোনা গ্রামের বাসিন্দা প্রয়াত শরৎ চন্দ্র শীলের ছেলে আকাশ রহমান (৪৮)। রায় ঘোষনার সময় জেসমিন ও আকাশ পলাতক ছিলো।
মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান, বরিশাল নগরীর বাসিন্দা গৃহবধু চাকুরির সন্ধানে রানা ও জেসমিন দম্পত্তির কাছে যায়। ওই দম্পতির বিউটি পার্লারে চাকুরি দেয়ার প্রলোভনে সাড়া দিয়ে নগরীর শ্রীনাথ চ্যাটার্জি লেনের বাসায় যায় গৃহবধূ। তখন গৃহবধূকে আটকে জিম্মি করে অনৈতিক কাজ করতে বাধ্য করে।
২০২০ সালের ২৮ সেপ্টেম্বর শ্রীনাথ চ্যাটার্জি লেনের আফতাব ম্যানসনের নিচতলায় দম্পত্তির ভাড়া বাসায় অভিযান করে। এ সময় গৃহবধুসহ আরো দুই তরুনীকে উদ্ধার ও দম্পত্তিকে আটক করে। এ ঘটনায় পরদিন চারজনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা করেন গৃহবধূ। মহানগর ডিবি পুলিশের এসআই মো. মহিউদ্দিন আহমেদ ২০২১ সালের ৭ জানুয়ারী রানা, জেসমিন ও আকাশকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয়। বিচারক ৯ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে রায় দেন।
রায়ে তিনজনকে এক ধারায় ৫ বছরের কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম। অপর আরেকটি ধারায় তিন বছরের কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম দন্ড দেন। পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারীর আদেশ দিয়েছেন বিচারক।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ । ৯:০৬ অপরাহ্ণ