পটুয়াখালীতে ২ কোটি টাকার সুপারিসহ আটক ১৭

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ । ৭:৩৭ অপরাহ্ণ

পটুয়াখালীতে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি ২৪ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের বিদেশি সুপারি ও ১৭ জন পাচারকারীসহ একটি ফিশিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (১১ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ আগস্ট) রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক সদর থানাধীন লোহালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে ৩৭ হাজার ৪৫৫ কেজি বিদেশি সুপারি, ফিশিং বোট ও ১৭ পাচারকারী আটক করা হয়।

পরে জব্দকৃত সুপারি, বোট ও আটককৃতদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন