হিজলায় পাউবো’র নোটিশ অমান্য করে ভবন নির্মাণ

হিজলা প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫ । ৯:০৮ অপরাহ্ণ

বরিশালের হিজলা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নোটিশ জারি সত্ত্বেও অবৈধভাবে ভবন নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। জানা গেছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী বিএনপি ও যুবদল ছাত্রদলের কয়েকজন ব্যক্তির সহযোগিতায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িতরাও প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাত-দিন বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড, হিজলা শাখা সূত্রে জানা যায়, খালের তীর সংরক্ষণ এলাকা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে সম্প্রতি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন এর বান্দের হাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু বক্কর তালুকদার ও গোলাম সারোয়ার খোকন তালুকদার এর বিরুদ্ধে দুইটি পৃথক নোটিশ জারি করা হয়। তাদের অবিলম্বে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেনি।

এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, অবৈধ দখলদাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইনের তোয়াক্কা না করে সরকারি সম্পত্তি দখল করছে। এতে একদিকে খালের প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হচ্ছে, অন্যদিকে দীর্ঘমেয়াদে তীর রক্ষা বাঁধ ও জননিরাপত্তা হুমকির মুখে পড়বে।

পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সরকারি জলাধার ও নদী তীর দখল করে ভবন নির্মাণ আইনে দণ্ডনীয় অপরাধ। নোটিশ অমান্য করায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। এ বিষয়ে হিজলা উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে একই ইউনিয়ন এর মাষকাটা গ্রামের আলী বেপারী দাবী করেন দীর্ঘদিন যাবত আমার ক্রয় সুত্রে মালিকানাধীন জমিটি আমি ভোগ করে আসছিলাম। কিন্তু বিগত ৫ ই আগস্ট এর পরবর্তী সময় স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল ও একজন ছাত্রদল নেতার ছত্রছায়ায় খলিল নামের একজন ব্যবসায়ী আমার জমিটির দিকে নজর দেয় আজ কোর্ট এর স্থগিত আদেশ অমান্য করে তার দলবল নিয়ে জায়গাটিতে ঘর নির্মাণ করে।

স্থানীয় সচেতন মহল অবিলম্বে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ ও নদী রক্ষায় প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার দাবি জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন