সাংবাদিক তুহিন হত্যা : ভোলায় মানববন্ধন ও প্রতিবাদসভা

ভোলা প্রতিনিধি :
প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ৮:১২ অপরাহ্ণ

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ভোলা প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। পরে প্রেস ক্লাব হল রুমে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন, সিনিয়র সাংবাদিক এমএ বারী, সুজন সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, দৈনিক আমার দেশ প্রতিনিধি ইউনুস শরীফ, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, আজকের পত্রিকার প্রতিনিধি শিমুল চৌধুরী, একুশে টিভির প্রতিনিধি মেজবাহব উদ্দিন শিপু, মানব জমিন প্রতিনিধি মনিরুল ইসলাম, ডিভিসি প্রতিনিধি এইচ এম জাকির, আবৃত্তি শিল্পী ও সাংবাদিক মশিউর রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি ইকরামুল আলম, মিডিয়া হাউজের সভাপতি মো. জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহিন কাদের, সংগ্রামের প্রতিনিধি হেলাল উদ্দিন, আজকের ভোলার সহসম্পাদক শাহরিয়ার জিলন প্রমুখ।

প্রতিবাদসভায় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এ হত্যাকাণ্ডসহ বিগত দিনে সব সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

 

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন