উন্নত চিকিৎসা করাতে না পেরে বন্ডে সই ছেলের, ডেঙ্গুতে মায়ের মৃত্যু

বরগুনা প্রতিনিধি :
প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ৭:৪৩ অপরাহ্ণ

বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

ওই নারীর নাম আলেয়া বেগম (৬০)। তিনি বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওরাবুনীয়া ইউনিয়নের লতাবাড়িয়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম (মৃত) নূর মোহাম্মদ।

হাসপাতাল সূত্রে জানা যায়, আলেয়া জ্বরে আক্রান্ত হলে গত ৪ আগস্ট সোমবার তাকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরে হাসপাতালের পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ হলে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। এরপর চিকিৎসারত অবস্থায় আলেয়ার শারীরিক অবস্থার অবনতি হয় এবং রক্তে প্লাটিলেট কমে যায়।

পরে দায়িত্বরত চিকিৎসক গতকাল ৭ আগস্ট (বৃহস্পতিবার) আলেয়াকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে তাকে বরিশাল না নিয়ে বন্ডে স্বাক্ষর করে বরগুনা হাসপাতালেই ভর্তি রাখেন ছেলে সরোয়ার। এরপর আবারও আলেয়ার শারীরিক অবস্থার অবনতি হয়ে শ্বাস কষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলেয়ার ছোট মেয়ে রুবিনা বলেন, জ্বর হওয়ার পর মাকে নিয়ে গত পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলাম। তবে তার তেমন কোনো সমস্যা দেখিনি। সকালে হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে গেলে অক্সিজেন লাগানোর ৩০ মিনিটের মধ্যেই আমার মা মারা যান।

আলেয়াকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হলেও কেন নেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন, গতকাল পর্যন্তও তার শারীরিক অবস্থা ভালো ছিল। আজ সকালেও তিনি খাবার খেয়েছেন। ডাক্তার তাকে রেফার্ড করলেও তার সঙ্গে কে যাবে? আমার ভাই একা মানুষ, তাই এখানেই ভর্তি রাখা হয়।

আলেয়ার পুত্রবধূ সাথী আক্তার বলেন, আমার শাশুড়ি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করাই। সবশেষ পরীক্ষা দেখে গতকাল হাসপাতাল থেকে নাম কেটে তাকে বরিশালে রেফার্ড করা হয়েছিল। পরে হাসপাতালের বন্ডে সই করে এখানেই তাকে পুনরায় ভর্তি করা হয়।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে কর্তব্যরত নার্স হাওয়া বলেন, আলেয়া বেগমের হঠাৎ করেই শ্বাস কষ্ট শুরু হয়। আমরা দ্রুতই তাকে ইনজেকশনসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করি। তবে কিছুক্ষণ পর তার কোনো রেসপন্স না পেয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বরগুনায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করলেও গত একমাস ধরে কমতে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা। বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলে হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯ জন। বর্তমানে এ হাসপাতালে মোট ডেঙ্গুতে ভর্তি রোগীর সংখ্যা ৭০ জন। এ বছর এখন পর্যন্ত বরগুনার বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে এ বছর চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন হাসপাতালে জেলায় মৃত্যু হয়েছে আরও অন্তত ৩৩ জনের। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে ৫ হাজার ১১৭ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন