পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট চরমে উঠেছে। ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ৭০০-৮০০ রোগী চিকিৎসা নিতে এলেও চিকিৎসক স্বল্পতায় কার্যত সেবা পেতে হিমশিম খাচ্ছেন সবাই। রোগীদের অভিযোগ, হাসপাতালটি যেন এখন রীতিমতো ‘রেফার সেন্টার’ হয়ে দাঁড়িয়েছে।
চিকিৎসার আশায় ছুটে আসা সাধারণ রোগীদের বরিশাল কিংবা খুলনায় পাঠিয়ে দেওয়া হচ্ছে নিয়মিত। চিকিৎসক না পেয়ে অনেকেই বাধ্য হয়ে চলে যাচ্ছেন প্রাইভেট ক্লিনিকে। সরকারিভাবে ওষুধ সরবরাহ থাকলেও রোগীরা তা হাতে পাচ্ছেন না—বাইরের দোকান থেকেই কিনে নিতে হচ্ছে।
হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হলেও নতুন ভবনে লিফটসহ বিভিন্ন সমস্যার কারণে এখনো হস্তান্তর হয়নি। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে।
তথ্য অনুযায়ী, পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসক ও কর্মকর্তার ৩৫টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১৫ জন। ১৭টি কনসালট্যান্ট পদের মধ্যে আছেন কেবল ৪ জন। সার্জারি, চক্ষু, এনেস্থেশিয়া ও ডেন্টাল বিভাগে নেই কোনো কনসালট্যান্ট।
শুধু চিকিৎসক নয়, সেবিকা ও কর্মচারী সংকটও প্রকট। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য যেখানে অন্তত ২৪ জন কর্মী প্রয়োজন, সেখানে কর্মরত আছেন মাত্র ৪ জন। কিছু আউটসোর্সিং কর্মী থাকলেও তা প্রয়োজন মেটাতে পারছে না।
গত বুধবার হাসপাতাল ঘুরে দেখা যায়, চিকিৎসক সংকটে রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন না। কেউ কেউ দিনের পর দিন ডাক্তার না দেখেই ফিরে যাচ্ছেন। শিশু ওয়ার্ডে ভর্তি এক অভিভাবক রিতু রায় বলেন, ‘প্রতিদিন একবার একজন ডাক্তার এসে দেখে যান।
এরপর আর কেউ আসেন না।’ আউটডোরে চিকিৎসা নিতে আসা রিজিয়া আক্তার জানান, একজন ডাক্তার দেখাতে তিন ঘণ্টার বেশি সময় লেগেছে। ভর্তি রোগীর স্বজন তানভীর হোসেন বলেন, ‘সামান্য আঘাত নিয়ে এলেও জরুরি রোগীকেও বাইরে পাঠিয়ে দিচ্ছে।’
রোগী আজিজুল হক বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা করুণ, বাথরুম ব্যবহার করাই অসম্ভব।’ জ্বর নিয়ে ভর্তি হামীম নামে এক তরুণ বলেন, ‘তিন দিনে মাত্র একবার ডাক্তার এসেছে। দুর্গন্ধে বেডে বসা যায় না।’
অপারেশনের অপেক্ষায় থাকা আমজাদ হাওলাদার বলেন, ‘বেড না পেয়ে ফ্লোরে থাকতে হচ্ছে। যারা নিচে থাকে, তাদের খাবারও দেওয়া হয় না।’ পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, ‘জেলায় মোট আটটি হাসপাতাল রয়েছে, সেখানে ডাক্তার ও জনবল সংকট রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত সমাধান হবে।’

পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ৮:২২ অপরাহ্ণ