মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ড: ৩ লক্ষাধিক টাকা ক্ষতি

মির্জাগঞ্জ প্রতিনিধি :
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ । ৭:৫৪ অপরাহ্ণ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেউলী বাজারসংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মো. সরোয়ার খান ও তার পরিবারের সদস্যরা ঘটনার সময় ঘরের বাইরে ছিলেন। রান্নার পর গ্যাসের চুলা ঠিকভাবে বন্ধ না করায় চুলা থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

ঘরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র এবং নগদ অর্থসহ সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. সুমন জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বসতঘরের প্রায় সব মালামাল পুড়ে যায় এবং আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুনের উৎসস্থল হিসেবে গ্যাসচুলাকেই প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। এদিকে, স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন