বরিশালের বাবুগঞ্জ উপজেলার দূর্গাসাগর দিঘির পাড় থেকে একটি পূর্ণবয়স্ক হরিন চুরির ঘটনা ঘটেছে। দূর্গাসাগর দিঘি থেকে মাছ চুরির ঘটনা থাকলেও এই প্রথমবারের মতো খাঁচার মধ্যে কঠোর নিরাপত্তায় থাকা একটি হরিণ চুরির ঘটনা ঘটেছে। গত ৪ আগস্ট খাঁচায় থাকা ১৩টি হরিণের মধ্যে একটির উধাও হওয়ার ঘটনাটি ধরা পড়ে।
স্থাণীয় ব্যবসায়ী রিপন মোল্লা জানান, দূর্গাসাগর দিঘির নিরাপত্তা ব্যবস্থা এখন নেই বল্লেই চলে। যে যার ইচ্ছে মত দূর্গাসাগর দিঘির মধ্যে প্রবেশ করে আবার বের হয়। যে কারনে অনেকটাই অরক্ষিত অবস্থায় আছে দূর্গাসাগর দিঘি। এ ঘটনায় বরিশাল বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
দর্শনার্থী ও এলাকাবাসী বলছেন, এটি দায়িত্বের চরম অবহেলা।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, হরিণ উধাও হওয়ার বিষয়টি তিনি জানতে পেরে বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে বরিশাল এয়াপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার বলেন, আমরা অত্যন্ত গুরুত্বের সাথে ঘটনাটি তদন্ত করছি। আমরা কয়েকটি বাড়িতে অভিযান পরিচালনা করেছি। তবে সিসি ক্যামেরা সচল থাকলে আমাদের তদন্ত আরো সহজ হতো। সকল অপরাধিকে শিগ্রই গ্রেপ্তার করা হবে। একই সাথে দীঘির পাড় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।
অন্যদিকে, সম্পূর্ণ দূর্গাসাগর দিঘির পাড় এলাকা উজ্জ্বল লাইট ও সিসি ক্যামেরার আওতায় থাকার পরেও এমন চুরির ঘটনায় ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। বরিশালের জেলা প্রশাসনের অধিনে থাকা দূর্গাসাগর দিঘির পার থেকে হরিন চুরির ঘটনা ওই এলাকার আইন শৃঙ্খলার চরম অবনতি বলে মন্তব্য করছেন সচেতন মহল।
স্থানীয়দের মতে, এর আগেও দূর্গাসাগর পাড়ের মধ্যে থাকা হাসপাতালের বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। এমনকি এ চুরির সাথে সাগর পাড়ের কর্মচারী ও স্থানীয় বখাটেদের সম্পৃক্ততা রয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।

স্টাফ রিপোর্টার ॥
প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ । ১০:০৮ অপরাহ্ণ