ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠী গ্রামের বাসিন্দা বিএনপি নেতা বিপ্লব হোসেন আজাদ। দীর্ঘ ১৭ বছর পর সোমবার (৪ আগস্ট) দুপুরে স্বদেশে ফিরে এসেছেন সৌদি আরব শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদ।
তার দেশে ফিরে আসায় ওই এলাকার বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সোমবার দুপুরে বিপ্লব হোসেন আজাদ গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ভালোবাসায় বরণ করে নিয়েছেন। পরবর্তীতে শোভাযাত্রা সহকারে তাকে নিজ বাড়ি সরিকলে নিয়ে যাওয়া হয়।
সৌদি আরব শ্রমিক দলের সভাপতি ও সাকোকাঠী এলাকার বেসরকারি হালিমা মান্নান ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান বিপ্লব হোসেন আজাদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা ও তার অবৈধ সরকারের বিরুদ্ধে প্রবাসে প্রতিবাদে সোচ্চার ছিলাম।
আমাকে নানাভাবে হুমকি দেওয়া হতো। বাংলাদেশে আসলে জীবনের হুমকি ছিল। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। যেকারণে আমি আমার জন্মভূমি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছি।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ । ৮:৩১ অপরাহ্ণ