সড়ক দুর্ঘটনায় শিক্ষক আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল নগরীর সাগরদী ইসলামীয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।
সোমবার (৪ আগস্ট) বেলা ১১ টায় সাগরদী আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। পরে মানববন্ধন বিক্ষোভে রূপ নিলে ছাত্র ও শিক্ষকরা মাদ্রাসার সামনের মহাসড়ক অবরোধ করেন। দুই ঘন্টা মহাসড়ক অবরোধের কারণে দুইপাশে সাগরদী আলিয়া মাদ্রাসা থেকে রূপাতলী বাসস্ট্যান্ড ও নথুল্লাবাদ পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় পথচারী ও যানবাহনের যাত্রীদের।
সাগরদী আলিয়া মাদ্রাসার শিক্ষক খালিদ হোসেন বলেন, মাদ্রাসার সামনে কোনো স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত এখানে দূর্ঘটনা লেগেই রয়েছে। সর্বশেষ গত ৩ আগস্ট মাদ্রাসার সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তার সড়ক পারাপারের সময় গুরুত্বর আহত হয়েছেন। বেপরোয়াগতিতে এ সড়কে যান চলাচল করায় প্রতিনিয়ত এখানে দূর্ঘটনা লেগে রয়েছে। ফলে মাদ্রাসার সামনে স্পিড ব্রেকার নির্মানের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জামাল খান বলেন, স্পিড ব্রেকারের দাবিতে সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এলাকাবাসী একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। কারণ এটা শুধু শিক্ষার্থীদের দাবি নয়; দুর্ঘটনা প্রতিরোধে স্পিড ব্রেকার নির্মানের দাবি পুরো এলাকাবাসীর।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সড়কে যান চলাচল বন্ধ করে কোন ধরনের সভা সমাবেশ করা যাবেনা মর্মে নির্দেশনা রয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপুর একটার দিকে বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।

স্টাফ রিপোর্টার :
প্রকাশের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ । ৮:২৬ অপরাহ্ণ