বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পরিত্যক্ত দোকানঘর ভেঙে খালে পড়ে গেছে। এতে ১০ যাত্রী আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন জানান, ময়মনসিংহ থেকে আসা বরিশালগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খালে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। এটি উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

গৌরনদী প্রতিনিধি :
প্রকাশের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ । ৬:৪৯ অপরাহ্ণ