পিরোজপুরের নেছারাবাদে আটঘর কুড়িয়ানায় পরিবেশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করে সাউন্ডবক্স জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযান চলাকালে পর্যটন এলাকার পরিবেশ বিরূপভাবে প্রভাবিত করছে এমন উচ্চশব্দযুক্ত কয়েকটি সাউন্ডবক্স জব্দ করা হয়।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ।
সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ জানান, পর্যটকদের জন্য একটি শান্ত, স্বাভাবিক ও মনোরম পরিবেশ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিদিন হাজারো পর্যটক দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভাসমান পেয়ারার হাট ও বাগান দেখতে আসেন।
কিন্তু সম্প্রতি কিছু অসচেতন ব্যক্তি উচ্চশব্দে গান-বাজনা করে পরিবেশ নষ্ট করছিলেন। এমন পরিস্থিতিতে পরিবেশ সংরক্ষণের স্বার্থে প্রশাসন এই অভিযান চালায়।
অভিযানকালে দর্শনার্থীদের সচেতন করা হয় জানিয়ে রায়হান আরও বলেন, যাতে তারা পরিবেশবান্ধব আচরণ করেন ও সরকারি নির্দেশনা মেনে চলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পিরোজপুর প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫ । ৮:০৫ অপরাহ্ণ