বরগুনার তালতলীতে সংখ্যালঘু রাখাইন পরিবারের কাছে চাঁদা দাবী করে আসছে স্থানীয় ভূমি দস্যু ইউনুছ হাওলাদার গং। ৫ লক্ষ টাকা চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। চাঁদা টাকা না দিলে পৈত্রিক সূত্রে পাওয়া জমি জোড়জবরে দখল করার পায়তারা করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী রাখাইন পরিবার।
আজ শনিবার তালতলী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন উপজেলার ঠাকুরপাড়া চান চান রাখাইন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া চান চান রাখাইন বহু বছর ধরে তার পৈত্ৰিক সম্পত্তি ভোগ দখল করে আসছে। কিছু ভূমি দস্যুদের অত্যাচারে রাখাইন পরিবারের অনেকেই মিয়ানমারে (বার্মা) চলে যাওয়ায় সংখ্যালঘু হয়ে পরে তারা।
এ সুযোগে ভূমি দস্যু স্থানীয় ইউনুছ হাওলাদার (৫৭), মহিউদ্দিন মাসুদ (৫২),আয়নাল মুসুল্লী (৫৫) ও আনোয়ার হোসেন (৫২ ) সহ অন্যান্য সঙ্গীরা মিলে চান চান রাখাইনের পৈত্রিক সম্পত্তি যা চরপাড়া মৌজা জেএল নং -৪০ এসএ খতিয়ান নং ০৮ এ রাতের আধারে ছোট্ট একটি ঘর তুলে দখলের পায়তারা করছে।
চান এতে বাঁধা দিলে তার কাছে ৫ লক্ষ টাকা দাবী করেন।দাবীকৃত টাকা না দিলে তাকেসহ পরিবার কে প্রাণনাশের হুমকিও দেয়। এ ঘটনায় চান চান বাদী হয়ে বরগুনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি মামলা দায়ের করেন। আসামিরা আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

আমতলী প্রতিনিধি :
প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫ । ৭:৪০ অপরাহ্ণ