বাউফলে প্রভাষক খুনের ঘটনায় মামলা

আরেফিন সহিদ, বাউফল প্রতিনিধি ।।
প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫ । ৬:২৪ অপরাহ্ণ

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক সালমা আক্তার (৩২) খুনের ঘটনা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার নিহতের ভাই অলি আহমেদ বাদী হয়ে বাউফল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় একমাত্র আসামী করা হয়েছে প্রভাষক সালমা আক্তারের ঘাতক স্বামী সরোয়ার হোসেনকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল বলেন, ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেওয়ার জন্য আসামীকে শনিবার আদালতে নেওয়া হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত দা ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

এরআগে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার হোসেন বলেন, তার স্ত্রীকে এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে এমএ পর্যন্ত লেখাপড়া করিয়েছেন। কিন্ত ছিলেন তার অবাধ্য। স্ত্রীর বেপরোয়া চলাফেরার বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ দীর্ঘদিনের। সর্বশেষ সরোয়ার জানতে পারেন তার এলাকার এক ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন স্ত্রী সালমা আক্তার।

বুধবার (৩০ জুলাই) ফাইলের মধ্যে সেই বিয়ের কাবিননামা দেখে বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তার দিকে দা নিয়ে তেড়ে আসেন স্ত্রী সালমা। তখন ওই দা কেড়ে নিয়ে স্ত্রীকে পাল্টা একাধিক আঘাত করেন সরোয়ার। এরপরই মেঝেতে লুটিয়ে পড়েন সালমা।

এ বিষয়ে নিহত সালমা আক্তারের ভাই অলি আহমেদ বলেন, সরোয়ারের সন্দেহবাতিক রোগ ছিল। আমার বোনকে সব সময় সন্দেহের চোখে দেখতো। কথায় কথায় মারধর করতো। বছরের পর বছর অশান্তি সহ্য করে আমার বোন তার সংসার করেছে। এখন প্রাণটাই কেড়ে নিল সে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

প্রসঙ্গত ৩০ জুলাই প্রভাষক স্ত্রীকে গলা কেটে হত্যার পর বৃহস্পতিবার থানায় আত্মসমর্পণ করেন স্বামী সরোয়ার হোসেন (৪০)। তাদের সংসারে সারফারাজ নামে চার বছরের শিশু সন্তান রয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন