বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে যুব সমাজের উদ্যোগে ভেঙ্গে যাওয়া পাকা সড়ক মেরামত করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার রহমতপুর -দোয়ারিকা পুরাতন ফেরিঘাট সড়কের মানিককাঠি নামক স্থানে ৫০০ মিটার এলাকা জুড়ে পাকা সড়ক ধ্বসে পড়ে যাওয়ায় দোয়ারিকা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যুব সমাজের ৫০সদস্যেরা নিজস্ব অর্থ ও শ্রমের মাধ্যমে পাকা সড়কের ভেঙ্গে যাওয়া স্থানটি মেরামত করেছেন।
এর ফলে দোয়ারিকা ও মানিক কাঠি গ্রামের ৫০ হাজার মানুষকে আর দুর্ভোগ পোহাতে হবে না।
কলেজ পড়ুয়া শিক্ষার্থী পারভেজ জানান আমরা দীর্ঘদিন যাব পাকা সড়কের ভেঙ্গে যাওয়া অংশ মেরামতের জন্য উপর মহলে ধরণা দিয়ে কাজ না হওয়ায় নিজস্ব উদ্যোগে যুব সমাজ ও স্থানীয় মুরুব্বীদের প্রেরণায় ভেঙ্গে যাওয়া পাকা সড়কে ইটের খোয়া ওবালু ফেলে সড়কে চলাচলের উপযোগী করা হয়েছে। এর ফলে বর্ষাকালে প্রতিদিন স্কুল,কলেজ শিক্ষার্থীরা ও রোগী, কৃষক এবং পথচারীরা দুই কিলোমিটার ঘুরে স্কুল কলেজ ও উপজেলা সদরে যেতে হবে না।
স্থানীয় বিশিষ্ট সমাজসেবক সুলতান আহমেদ বলেন, “ আমি গর্বিত যে আমাদের ছেলেরা নিজের হাতে গ্রামের রাস্তা ঠিক করছে। এটা আমাদের নতুন প্রজন্মের সচেতনতার দৃষ্টান্ত।”দোয়ারিকা ওমানিককাঠি গ্রাম দুটি জনবহুল গ্রাম, যার প্রধান সড়কটিই এলাকার একমাত্র সহজ যাতায়াত মাধ্যম। কৃষিকাজ, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য দৈনন্দিন প্রয়োজনে এই রাস্তার উপর নির্ভরশীল পুরো গ্রামবাসীরা। তাই এটির টেকসই সংস্কারে সরকারি হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন স্থানীয়রা।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি॥
প্রকাশের সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫ । ৬:১৫ অপরাহ্ণ