গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনায় সাবেক মহিলা ইউপি সদস্য পারভীন বেগম (৫০) ও গৃহবধূ লাকী বেগমের (৪০) মৃত্যু হয়েছে।
গত দুইদিন আগে তাদের অবস্থা গুরুতর দেখে দ্রুত বরগুনা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা বেসরকারি হাসপাতালে রাত ৪ টার দিকে তাদের মৃত্যু হয়।
এ নিয়ে জেলায় মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে। বরগুনা জেলায় ডেঙ্গু রোগীর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৩ জনে।
বিভিন্ন জেলা উপজেলা থেকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪২ জন।
জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৬২ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১১৪ জন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ । ৮:২২ অপরাহ্ণ