পটুয়াখালীর কলাপাড়া সংলগ্ন গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবে নিখোঁজের ৭ দিন পর মো. নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের মরদেহ ভেসে এসেছে।
শুক্রবার সকালের জোয়ারে কুয়াকাটা সৈকতের মাঝিবাড়ি এলাকায় এই মরদেহ ভেসে আসে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় তার ছেলে নশা হাওলাদার মরদেহের গায়ে থাকা রেইনকোট দেখে তার বাবার লাশ শনাক্ত করেন।
নিহত নজরুল ইসলাম উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামের প্রয়াত তাজেম আলী হাওলাদারের ছেলে? তিনি এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলারে জেলের কাজ করতেন। নিহতের ছেলে নশা হাওলাদার বলেন, আমার বাবা জেলের কাজ করতেন গত ২৩ জুলাই মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গিয়েছিলেন। এ সময় তাদের ট্রলার ডুবে গেলে তিনি নিখোঁজ হন। এতদিন পর আজ সকালে একটি মরদেহ ভেসে এসেছে শুনে চলে আসি। এসে দেখি, আমার বাবার মরদেহ।
ঘটনাস্থলে উপস্থিত কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। নিহতের আত্মীয় স্বজনরা এসেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই উপজেলার মহিপুর মৎস্য বন্দর থেকে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। যাওয়ার একদিন পরেই বৈরী আবহাওয়ার প্রভাবে ট্রলারটি ডুবে গেলে নিখোঁজ হয় সব জেলে। নিখোঁজের চারদিন পর বিভিন্নভাবে ১০ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫ জনের কোনো খোঁজ মেলেনি।
তাদের একজন নজরুলের মরদেহ পাওয়া গেলেও এখনও নিখোঁজ ৪ জেলে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ । ৮:১৩ অপরাহ্ণ