পটুয়াখালীর দুমকীতে ডাকাতির প্রস্তুতিকালে শামসুল আলম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক আকনের বাড়ির সামনে থেকে থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তা শামসুল আলম পটুয়াখালী জেলার মহিপুর থানার নিজামপুর গ্রামের মৃত আমজেদ চৌকিদারের ছেলে। পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরো ৭-৮ জন পালিয়ে যায়।
পালানোর সময় শামসুল আলমকে ধাওয়া করে একটি প্লাস্টিকের ব্যাগসহ আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে একটি স্ক্রু ড্রাইভার ও একটি ধারালো বাংলা দা জব্দ করা হয়। এ ঘটনায় দুমকী থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল বাদী হয়ে শামসুল আলমসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার শামসুল আলম একজন চিহ্নিত অপরাধী।
তার বিরুদ্ধে মহিপুর থানায় দুইটি, কলাপাড়া থানায় দুইটি এবং বরগুনার তালতলী থানায় পাঁচটি মামলা রয়েছে। তিনি এজাহারভুক্ত ও পলাতক আসামি ছিলেন।

দুমকী প্রতিনিধি :
প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ । ৭:৫৮ অপরাহ্ণ