পিরোজপুরে সাত লাখ টাকার সরকারি চালসহ আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ । ৭:১০ অপরাহ্ণ

পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজ থেকে সরকারি ১০ টন চালসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় পিরোজপুর সদর থানায় এ বিষয়ে একটি মামলা হয়।

আটক পিকআপ চালক মিজান সেখ (৪২) খুলনার ইব্রাহিম সেখের ছেলে। আর হেলপার রমজান হাওলাদার (১৮) বাগেরহাটের ইশারাত হাওলাদারের ছেলে।

জানা যায়, পিরোজপুর জেলার পুরাতন পৌরসভা এলাকা থেকে মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন সাহার গোডাউন থেকে এ চাল খুলনায় পাঠানো হয়েছিলো।

মামলা সূত্রে জানা যায়, অবৈধভাবে খুলনা পাঠানোর সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১০ টন সরকারি চালসহ দুজনকে আটক করা হয়। এরমধ্যে নূরজাহান ব্রান্ডের ২৫ কেজির ১৮২ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। আর সরকারি খাদ্য গুদামের ১০৯ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। মোট ৭ লাখ টাকার চালসহ পিকআপটি আটক করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ টন চালসহ দুজনকে আটক করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন