বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে জাফর গাজী ও নাজমা বেগম দম্পতি তাদের একমাত্র ছেলে হাসানকে (২২) লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে জাফর গাজীর নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই তারা বাকেরগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং হত্যার দায় স্বীকার করেন জাফর গাজী ও তার স্ত্রী নাজমা বেগম । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, “ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। অভিযুক্ত বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

বায়েজিদ বাপ্পি ( বাকেরগঞ্জ প্রতিনিধি ) ।।
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ । ৭:৩৯ অপরাহ্ণ