বরিশালে আ’লীগ নেতা হালিম রেজা মোফাজ্জেল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ । ৮:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্বদানকারী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অন্যতম সহযোগী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর সিএ্যান্ডবি পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর জুলাই-আগস্টের ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হালিম রেজা মোফাজ্জালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন