পিরোজপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দোকানি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ । ৮:৩১ অপরাহ্ণ

স্বরূপকাঠি প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে পঞ্চম শ্রেণিপড়ুয়া এক মাদরাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মনির হোসেন ফরাজী (৫৫) নামে এক দোকানিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।

আজ রবিবার (২৭ জুলাই) ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে ধর্ষণের শিকার ওই ছাত্রীর খালা জেসমিন বেগম বাদী হয়ে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামের মনির হোসেন ফরাজীকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত মনির উপজেলার চামী গ্রামের আব্দুল হালিম ফরাজির ছেলে। মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ভুক্তভোগী পার্শ্ববর্তী দোকানে চকলেট কিনতে গেলে দোকানি মনির তাকে দোকানের ভেতর ঢুকিয়ে দরজায় তালা দেন। পরে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে।আজ রবিবার ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন