বেতাগীতে চাঁদাবাজির অভিযোগ, গভীর রাতে গ্রেপ্তার যুবদল নেতা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ । ৮:২৭ অপরাহ্ণ

বেতাগী প্রতিনিধি : বরগুনার বেতাগীতে চাঁদাবাজির অভিযোগে আদিল সিকদার (২৫) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আদিল উপজেলার বিবিচিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। শনিবার (২৬ জুলাই) রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিবার (২৭ জুলাই) সকাল ১০টায় আদালতের মাধ্যমে তাকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্র জানায়, বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাজ ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদারের বিরুদ্ধে জাহিদ হাসান নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন। এছাড়া মামলার বিবরণীতে ৮-১০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বেতাগী থানা পুলিশ এ অভিযোগ পেয়ে শনিবার রাতে আদিল সিকদারকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় ১ নম্বর আসামি বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাজ (২৭) বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে বিবিচিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদারকে (২৫) শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।’

 

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন