স্টাফ রিপোর্টার : বরিশালের উজিরপুর উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ছেলেকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা বলছে, আটক শাহারিয়ার শিমুল (৩৫) মাদকাসক্ত। তার বাবা মো. শাহ আলম খান (৬৫) বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মী ছিলেন।
প্রতিবেশীরা জানায়, শিমুল মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রতিনিয়ত তার বাবাকে চাপ প্রয়োগ করতেন। টাকা নিয়ে আজ রবিবার সকাল ১১টার দিকে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। তারই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা দাবি করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, রবিবার দুপুরে নামাজ আদায়ের জন্য শাহ আলম খান মসজিদে যাচ্ছিলেন। পথে মো. শাহারিয়ার শিমুল তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ । ৮:১১ অপরাহ্ণ