ভোলায় দুই বিএনপি নেতার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এলাকাছাড়া গৃহবধূ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ । ৯:৪৫ অপরাহ্ণ

ভোলার লালমোহনে জমি-দোকান ফেরত চাওয়ায় কুপ্রস্তাব, হুমকি এবং হয়রানির শিকার হয়ে চার মাস ধরে এলাকাছাড়া শিল্পী ইসলাম নামের এক গৃহবধূ ও তাঁর অসুস্থ স্বামী।

স্থানীয় দুই বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ক্লাবের নামে জমি দখল এবং প্রকৃত জমির মালিক তার জমি ও দোকান ফেরত চাওয়ায় তাদের কুপ্রস্তাব-হুমকি প্রদানের। ভুক্তভোগী এই ঘটনায় ভোলা-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদের কাছে কয়েক দফা বিচার দিয়েও কোনো প্রতিকার না পাওয়ারও অভিযোগ উঠেছে। ওই গৃহবধূ ২৩ জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ করে বিচার দাবি করেছেন। গৃহবধূ শিল্পী ইসলামের বাড়ি লালমোহন পৌরসভার ১১ নং ওয়ার্ডের ভাঙাপুল এলাকায়। তাঁর স্বামীর নাম নুরুল ইসলাম। তারেক রহমান বরাবর লিখিত অভিযোগে এবং পৃথক একটি ভিডিও সাক্ষাতকারে গৃহবধূ শিল্পী ইসলাম অভিযোগ করে জানান, তাঁর স্বামী নুরুল ইসলাম একজন সক্রিয় বিএনপি কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ী। ভাঙাপুল এলাকায় নিজস্ব জমিতে একটি দোকানঘর নির্মাণ করে রেস্টুরেন্ট ব্যবসা করছিলেন তাঁর স্বামী।

শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই তাঁদের দোকানটি বিএনপি সমর্থকদের ক্লাব করার কথা বলে জোরপূর্বক দখল করে নেয় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। গত ৫ মাস আগে তাঁর স্বামী ও শশুরকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে দোকান ঘরের একশতাংশ জমির দলিলও করা হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদের নামে ওই জমি লিখে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন গৃহবধূ। জমি লিখে নিলেও জমির প্রায় দশ লাখ টাকার বাজারমূল্য তাদের দেওয়া হয়নি। শিল্পী ইসলাম জানান, বিষয়টি নিয়ে তিনি লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত ও লালমোহন উপজেলার প্রস্তাবিত যুবদল সভাপতি বাবুল পাটোয়ারীর কাছে গেলে তারা এই বিষয়ে চুপ থাকতে পরামর্শ দেন এবং পাশাপাশি জমির বাজারমূল্য পরিশোধের আশ্বাস দেন। তিনি আরও অভিযোগ করে বলেন, ‘কিন্তু দীর্ঘদিনেও তারা কোনো সমাধান না দেওয়ায় গৃহবধূ শিল্পী ইসলাম তাঁর স্বামী নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে ঢাকায় এসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদেকে বিষয়টি অবহিত করেন।

তিনি তাৎক্ষণিক লালমোহন উপজেলা বিএনপির সদস্যসচিব বাবুল পঞ্চায়েতকে এই সমস্যা সমাধান করার নির্দেশ দেন এবং গৃহবধূকে বাবুল পঞ্চায়েতের কাছে যেতে বলেন।’ গৃহবধূ জানান, মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদের কাছে বিচার দেওয়ার কারণে তাঁদের প্রতি আরো ক্ষুব্ধ হন উপজেলা বিএনপির সদস্যসচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত এবং বাবুল পাটোয়ারী। মেজর হাফিজের নির্দেশে চলতি জুলাই মাসের প্রথম সপ্তায় ঢাকা থেকে লালমোহন গিয়ে ছেলেসন্তান সঙ্গে করে বাবুল পঞ্চায়েতের সঙ্গে দেখা করতে যান তিনি। ভিডিও সাক্ষাতকারে শিল্পী ইসলাম অভিযোগ করেন, ‘বাবুল পঞ্চায়েতের সঙ্গে দেখা করতে গেলে তিনি জমির আশা বাদ দিয়ে দেওয়ার কথা বলেন এবং বাজে মাইন্ডে কথা বলেন।

একান্তে সময় দিলে প্রতিমাসে ২০ হাজার টাকা দেওয়ারও প্রস্তাব দেন বাবুল পঞ্চায়েত। এই সময় গৃহবধূ প্রতিবাদ করলে বাবুল পঞ্চায়েত শিল্পী ইসলামকে বলেন, ‘তুমি কী ফেরেশতা হইছো। ফেরেশতা হলে ফেরেশতার মতো থাকো। আমাগো কাছে সহযোগিতা পাইবা না।’ শিল্পী ইসলাম জানান, তাঁর স্বামী নুরুল ইসলাম হার্টের রোগী। তার হার্টে ছয়টি ব্লক রয়েছে। টাকার অভাবে স্বামীর চিকিৎসা বন্ধ। বিষয়টি নিয়ে তিনি লালমোহন উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি বাবুল পাটোয়ারীর কাছে জমি উদ্ধারে সহায়তা চান। শিল্পী ইসলামের অভিযোগ, ‘আমাকে বাবুল পাটোয়ারী কয়, মেজর হাফিজের বাসায় গেছোস না, নেতাই দিবো তোরো ঘর।’

স্বামীর অসুস্থতার বিষয়টি জানালে বাবুল পাটোয়ারী শিল্পী ইসলামের স্বামী নুরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ‘যে মরে যায়, মরে যাইতে দে, পিছে পিছে দৌঁড়াছ ক্যা।’ শিল্পী ইসলামের স্বামী নুরুল ইসলাম ভিডিও সাক্ষাতকারে অভিযোগ করে বলেন, ‘বাবুল পাটোয়ারী আমার স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন। আমরা যার কাছে বিচার নিয়ে যাই, তারাই আমার স্ত্রীর উপর হুমরি খেয়ে পড়ে। নুরুল ইসলাম আরো বলেন, ‘আমি হাফিজ ভাইয়ের পা পর্যন্ত ধরেছি। বলেছি ভাইয়া আমার জমি লাগবে না, আমার চিকিৎসাটা করাইয়া দেন।’ শিল্পী ইসলাম ও তাঁর স্বামী নুরুল ইসলাম জানান, লালমোহন উপজেলা বিএনপির সদস্যসচিব বাবুল পঞ্চায়েত ও উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি বাবুল পাটোয়ারীর কুপ্রস্তাবের বিষয়টি আমরা গত ১৯ জুলাই ঢাকায় এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদের বনানীর বাসায় গিয়ে তাঁকে অবহিত করি।

তিনি এই বিষয়ে পরে দেখবেন বলে আমাদের জানান। কোনো উপায় না দেখেই তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দেন বলে জানান শিল্পী ইসলাম। অভিযোগের বিষয় জানতে লালমোহন উপজেলা বিএনপির সদস্যসচিব বাবুল পঞ্চায়েতকে তার জিপি নম্বরে কয়েকদফা ফোনকল করা হয়। কিন্তু তিনি ফোনকল রিসিভ করেননি। তবে, এবিষয়ে লালমোহন উপজেলা যুবদলের প্রস্তাবিত সভাপতি বাবুল পাটোয়ারী বলেন, ‘জমি দখল করার বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। আর আমি কোন কুপ্রস্তাব দেইনি। যারা অভিযোগ করেছে দলের কাছে, তারা প্রমান করুক। আমি প্রমানের অপেক্ষা করছি।’

প্রকাশক ও সম্পাদক: মেহেরুন্নেছা বেগম।  কপিরাইট © ২০২৫ দৈনিক আজকের বার্তা সর্বস্বত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন